বই বিতরণ, ঐতিহ্য শিবরাম পাবলিক স্কুল/২০২২
মানুষের যতগুলি সু অভ্যাস আছে তাদের মধ্যে অন্যতম হলো বই পড়া বই পড়ার এর মধ্যে দিয়ে সে তার আপন সত্তার পরিচয় পায়। স্বশিক্ষা অর্জন করা অথবা নিজেকে নিজে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে বই পাঠের কোন বিকল্প হয় না । বই পাঠ করলে মানুষ শোকে পায় সান্ত্বনা দুঃখে পায় দুঃখ জয়ের ব্রত , ব্যর্থতায় লাভ করে ধরছে ধারনের শক্তি। নির্মল আনন্দ লাভ করা থেকে শুরু করে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব অপরিসীম। নোটিশে উল্লেখ করা হল বই পড়া নিয়ে উক্তি প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বই পড়ার গুরুত্ব সম্পর্কে সহজে সম্যক ধারণা দিতে সক্ষম হবে।